চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে সাথী খাতুন (২৫) নামে একজন গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জের বাসিন্দা। এ নিয়ে যশোর জেলায় মৃত্যুর সংখ্যা ১৭ জনে দাঁড়াল।
যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৩৮ জন ডেঙ্গু রোগী শণাক্ত হয়েছে। সাথী খাতুন থ্যালাসেমিয়া নিয়ে ৯ নভেম্বর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু ধরা পড়লে তাকে ডেঙ্গু ওয়ার্ডে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
সালাউদ্দিন/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।