Bangal Press
ঢাকাFriday , 10 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

কারখানা ভাংচুরের ঘটনায় ১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট
November 10, 2023 6:29 pm
Link Copied!

সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা ভাংচুরের ঘটনায় ১০ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক কারখানাগুলো এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শুক্রবার (১০ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম। এর আগে কয়েকটি কারখানার মূল ফটকে এ বন্ধের নোটিশের দেখাও মিলেছে।
খোঁজ জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার মিলিয়ে আশুলিয়া এলাকার দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লি, এআর জিন্স প্রডিউসার, আগামী এ্যাপারেলস লি, দি রোজ ড্রেসেস, পাইওনিয়ার ক্যাসুয়াল ওয়ার লি সহ মোট ১০ কারখানা অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করেছে।
এর আগে বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিজিএমইএ সকল পোশাক কারখানাকে নির্দেশনা দিয়েছিল যে, যেসব শ্রমিকরা কারখানায় গিয়েও কাজ করা থেকে বিরত থাকবেন বা কারখানা ছেড়ে বেরিয়ে যাবেন, সেসব কারখানার মালিকরা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন। একইসাথে দেশের সব পোশাক কারখানায় সব ধরনের নিয়োগ বন্ধসহ বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
এদিকে আশুলিয়ার চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সড়কে র‍্যাবের পাশাপাশি আছে বিজিবিও।
এবিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আশুলিয়ার ১০ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের তথ্য পেয়েছি। আগামীকালও (শনিবার) আমরা সতর্ক অবস্থানে থাকব। শিল্প পুলিশের ৭৫০ সদস্য সাভার আশুলিয়ায় মোতায়েন করা আছে। এছাড়া বিজিবি, থানা পুলিশ ও র‍্যাবও আমাদের সহায়তা করছেন।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।