Bangal Press
ঢাকাFriday , 10 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

‘ভুলো না আমায়’ দিবস আজ

ডেস্ক রিপোর্ট
November 10, 2023 10:43 am
Link Copied!

‘ভুলো না আমায়’ কথাটির সঙ্গে অনেকেই বেশ পরিচিত, যাদের বেড়ে ওঠা নব্বইয়ের দশকে। প্রেমিক বা প্রিয়জনের কাছে প্রেমিকা বা স্ত্রী হাতে সেলাই করা রুমালে লেখা থাকত ‘ভুলো না আমায়’। দীর্ঘদিন দূরে থেকে যেন প্রিয়জনকে ভুলে না যায় সেই আকুতিই যেন এই লেখা। তবে জানেন কি? আজ ‘ভুলো না আমায়’ বা ‘ফরগেট মি নট’ ডে। ১০ নভেম্বর দিনটি বিশ্বে পালিত হয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাতে। যারা যুদ্ধে মারা গেছে, কিংবা অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ফরগেট মি নট ডে পালিত হয়ে আসছে।
সময় যত এগিয়েছে এই দিবসের মর্মার্থ আরও বেড়েছে। এখন এটি শুধু সৈন্যদের শ্রদ্ধা জানাতে নয়, বরং সব হারিয়ে যাওয়া প্রিয়জনকে মনে করার দিন। শৈশবের বন্ধুকে হারিয়ে যাওয়া বন্ধুকে মনে করতে পারেন এই বিশেষ দিনে। নিউজিল্যান্ডে ফরগেট মি নট ডে তাদের জন্য উত্সর্গীকৃত হয় যারা আলঝাইমার রোগের কারণে প্রিয়জনদের হারিয়েছেন।
এই দিবসটি উদ্ভাবন করেছিলেন বিচারক রবার্ট এস. মার্কস। তিনি নিজেও একজন যুদ্ধ ফেরত সৈনিক ছিলেন। এমনকি প্রথম বিশ্বযুদ্ধে তিনি শারীরিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এবং তিনি দেখেছিলেন এই যুদ্ধে যেসব সৈনিক তাদের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন তাদের ত্যাগ এবং কষ্ট। তাদের ত্যাগ যেন জাতি ভুলে না যান তাই এই দিবস।
এছাড়াও ‘ফরগেট মি নট’ কিন্তু একটি ফুলের নাম। যা ভালোবাসার আরেক প্রতীক। নীল রঙা ছোট্ট ফুল ফোটে গুচ্ছ ধরে। গড়ন অনেকটা বাঙালি নারীদের পুরোনো কালের নাকফুলের মতো। নীল রঙের ছোট্ট এই মায়াবী ফুলের নাম ‘ফরগেট মি নট’। বাংলা ভাবানুবাদে যার অর্থ দাঁড়ায় ‘ভুলো না আমায়’। আলাস্কা জাতীয় ফুল হিসেবে স্বীকৃতি দিয়েছে এই ফুলকে। সূত্র: ন্যাশনাল টুডে



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।