Bangal Press
ঢাকাFriday , 10 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাবির ২৯তম উপাচার্যের শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট
November 10, 2023 1:15 pm
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত ২৯তম উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করেছেন।
শুক্রবার (১০ নভেম্বর) সমাধিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ ছয় শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঢাবির ২৯তম উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। যার মাধ্যমে তিনি ঢাবির ২৮তম উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হন।
প্রসঙ্গত, চলতি বছরের ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয় অধিশাখা ২-এর যুগ্ম সচিব মো. মাহমুদুল আলম এক প্রজ্ঞাপনে ২৯তম ঢাবি উপাচার্য হিসেবে অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে সাময়িকভাবে দায়িত্ব প্রদানের একটি আদেশ জারি করা হয়।
যেখানে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকল ১১ (২) অনুসারে উপ-উপাচার্য (শিক্ষা) এবং ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হলো।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।