পুরো আসরেই ব্যর্থ ছিল বাংলাদেশি টপ অর্ডার। বিশেষ করে ওপেনিং জুটি। শেষ ম্যাচে এসে কিছুটা হলেও আলো ছড়ালেন তারা। পঞ্চাশোর্ধ্ব রানের উদ্বোধনী জুটির পর দারুণ ব্যাটিং করেছেন মিডল অর্ডার ব্যাটাররাও। শেষদিকে কার্যকরী ইনিংস খেলেছেন মেহেদি হাসান মিরাজ। সবমিলিয়ে আসরে প্রথমবার তিনশ পেরিয়েছে বাংলাদেশের সংগ্রহ।
১১ নভেম্বর (শনিবার) পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। তাছাড়া ৪৫ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। অজিদের হয়ে রানে উইকেট শিকার করেছেন।
আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টাইগাররাদের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সে হিসেবে আগে ব্যাট করছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশের একাদশে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। স্পিন নির্ভর দল নিয়ে মাঠে নামছে টাইগাররা। তিন স্পিনারের সঙ্গে রয়েছেন দুই পেসার। সাকিবের জায়গায় ফিরেছেন শেখ মেহেদি। এছাড়া আগের ম্যাচ খেলা শরীফুল ইসলামের পরিবর্তে নাসুম আহমেদ এবং পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে নেয়া হয়েছে।
বাঁধন/সিইচা/সাএ