Bangal Press
ঢাকাSaturday , 11 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
November 11, 2023 8:49 am
Link Copied!

পুরো আসরেই ব্যর্থ ছিল বাংলাদেশি টপ অর্ডার। বিশেষ করে ওপেনিং জুটি। শেষ ম্যাচে এসে কিছুটা হলেও আলো ছড়ালেন তারা। পঞ্চাশোর্ধ্ব রানের উদ্বোধনী জুটির পর দারুণ ব্যাটিং করেছেন মিডল অর্ডার ব্যাটাররাও। শেষদিকে কার্যকরী ইনিংস খেলেছেন মেহেদি হাসান মিরাজ। সবমিলিয়ে আসরে প্রথমবার তিনশ পেরিয়েছে বাংলাদেশের সংগ্রহ।
১১ নভেম্বর (শনিবার) পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। তাছাড়া ৪৫ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। অজিদের হয়ে রানে উইকেট শিকার করেছেন।
আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টাইগাররাদের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সে হিসেবে আগে ব্যাট করছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশের একাদশে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। স্পিন নির্ভর দল নিয়ে মাঠে নামছে টাইগাররা। তিন স্পিনারের সঙ্গে রয়েছেন দুই পেসার। সাকিবের জায়গায় ফিরেছেন শেখ মেহেদি। এছাড়া আগের ম্যাচ খেলা শরীফুল ইসলামের পরিবর্তে নাসুম আহমেদ এবং পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে নেয়া হয়েছে।
 



বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।