Bangal Press
ঢাকাSaturday , 11 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকদের চলমান অসন্তোষে পোশাক কারখানা ভাংচুরের ঘটনায় ১৩০টি কারখানা বন্ধ

ডেস্ক রিপোর্ট
November 11, 2023 9:33 am
Link Copied!

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরও শ্রমিকদের চলমান অসন্তোষে কারখানা ভাংচুরের ঘটনায়১৩০ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
শনিবার (১১ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া, নরসিংহপুর, ছয়তলা, জিরাবো এলাকার দুই পাশে থাকা বেশ কিছু পোশাক কারখানা বন্ধ রয়েছে। কারখানাগুলোর সামনে সাটিয়ে দেওয়া হয়েছে নোটিশ। 
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক কারখানাগুলো এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। বন্ধ ঘোষণা করা কারখানার শ্রমিকরা সকালে এসে কারখানা ফটকে বন্ধের নোটিশ দেখে যার যার বাসায় ফিরে গেছেন। এসব অঞ্চলে শান্ত পরিবেশ বিরাজ করছে। 
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, যে কারখানার শ্রমিকরা কাজ করতে আগ্রহী, সেসকল কারখানায় কাজ চলছে। তবে যে কারখানাগুলোতে শ্রমিকরা কাজ না করে বের হয়ে গেছে এবং ভাঙচুর করেছে এমন শতাধীক কারখানা শ্রম আইনে ১৩ এর ১ ধারায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। সাভার, আশুলিয়া ও ধামরাই মিলিয়ে এখন পর্যন্ত ১৩০টি কারখানা বন্ধ ঘোষণা করছে। শিল্পাঞ্চলের বাকি কারখানাগুলোতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত এসব এলাকায় শান্তিপূর্ন পরিবেশ বিরাজ করছে। 
শিল্পাঞ্চল ১ এর পুলিশ সুপার আরও জানান, এ পর্যন্ত অসন্তোষের ঘটনায় হামলা ও কারখানা ভাঙচুরের অভিযোগে পাঁচটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় ১৬ জন এজাহার নামীয় ও বাকিগুলোতে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এসব মামলায় চারজনকে আটক করা হয়েছে। 
শিল্পাঞ্চলে কাজের পরিবেশ স্বাভাবিক রাখতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রনে কারখানা ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
 



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।