Bangal Press
ঢাকাSaturday , 11 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রোপচারের পর মারা গেলেন অভিনেত্রী লুয়ানা আন্দ্রেদ

ডেস্ক রিপোর্ট
November 11, 2023 10:26 am
Link Copied!

মারা গেলেন ব্রাজিলের প্রভাবশালী ও রিয়েলিটি টেলিভিশন অভিনেত্রী লুয়ানা আন্দ্রেদ। মঙ্গলবার (৭ নভেম্বর) হাঁটু থেকে ফ্যাট অপসারণের জন্য অস্ত্রোপচারের পর মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯ বছর।
নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (৬ অক্টোবর) একটি হাসপাতালে ব্যক্তিগত সার্জন ও পারিবারিকভাবে নিয়োগ করা অ্যানেস্থেসিওলজিস্ট দ্বারা অস্ত্রোপচার হয়েছিল তার।
অভিনেত্রীর মৃত্যুতে হাসপাতালে থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। বলা হয়েছে, শ্বাসযন্ত্রের সমস্যা অনুভব করার পর অস্ত্রোপচার হয়। কিন্তু অস্ত্রোপচারের দুই ঘণ্টা পর ক্যার্ডিয়াক অ্যারেস্টে বিপর্যয় ঘটে তার।
এ সময় চিকিৎসকরা হঠাৎ চিকিৎসা বন্ধ করে দেন এবং রোগীকে পরীক্ষা করেন। পরে দেখা যায় ব্যাপক থ্রম্বোসিসে ভুগছেন অভিনেত্রী। এরপর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় তাকে। কিন্তু তাতেও ফেরানো সম্ভব হয়নি। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় তার।
অভিনেত্রী লুয়ানা ‘পাওয়ার কাপল-৬’ এ অংশ নিয়ে ব্যাপক পরিচিত লাভ করেন দর্শকমহলে। এছাড়া ব্রাজিলের টেলিভিশন শো, ডোমিঙ্গো লিগ্যাল স্টেজ অ্যাস্টিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। মডেলিংয়েও খ্যাতি পেয়েছিলেন তিনি।
 



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।