আবু সাইদ, রৌমারী (কুড়িগ্রাম) থেকে: কেন্দ্রিয় কর্মসূচী অনুযায়ী সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
পরে মিলাদ মাহফিল শেষে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মুক্তমে এসে শেষ হয়। পরে উপজেলা যুবলীগের সভাপতি হারুনর রশিদ হারুন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা ও বিশেষ বক্তা ছিলেন জেলা যুবলীগের সদস্য নুরুল আমিন। এছাড়াও বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা আকতার স্মৃতি, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ৫নং যাদুরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশার্রফ হোসেন, ২নং শৌলমারী ইউনিয়ন সভাপতি খালেকুজ্জামান ও ৩নং বন্দবেড় ইউনিয়ন সভাপতি শামছুদ্দোহা অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।
সালাউদ্দিন/সাএ