টাঙ্গাইলের নাগরপুরে পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা যুবলীগের আয়োজনে আনন্দ র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় এমপির কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ—সভাপতি একেএম কামরুজ্জামান মনি, মো. আনিসুর রহমান আনিস, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো.শাহিদুল ইসলাম অপু, শেখ সামছুল হক, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়া। কর্মসূচিতে সকল ইউনিটের নেতা—কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে নাগরপুর নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে উপজেলা যুবলীগের এক অংশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এতে প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি তারেক সাম্ খান হিমু, আরো বক্তব্য রাখেন,বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব,উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহিন, আতিকুর রহমান লিকসন মীর শৈবাল, সদস্য এসএম আনোয়ার হোসেন প্রমুখ। এসময় যুবলীগের নেতা—কর্মী উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ