Bangal Press
ঢাকাSaturday , 11 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ধানক্ষেত থেকে মুরগী ফার্ম মালিকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
November 11, 2023 10:32 am
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ীর পাশের ধানক্ষেত থেকে ইব্রাহিম খলিল (৩৫) নামে এক মুরগী ফার্ম মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার উজিরপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আলী মিয়া বেপারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
থানা সূত্রে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই নাজিম উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন। পরে পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
নিহত ইব্রাহিম খলিলের স্ত্রী রাবেয়া বেগম বলেন, ‘শুক্রবার রাত বারটায় গ্রামের একটি বিয়ে বাড়ী থেকে এসে আমার স্বামী (ইব্রাহিম খলিল) ঘরে ঘুমিয়ে পড়েন। রাত একটায় জেগে মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ীর পাশের ধানক্ষেতে যান তিনি। এরপর রাত আনুমানিক ২টায় আবার ঘরে ফিরে আসেন। ফজরের সময় তিনি নামাজ পড়ার উদ্দেশ্যে বেরিয়ে যান। সকালে পাশের বাড়ীর আব্দুল খালেক এর স্ত্রী হাসিনা বেগম ভোরে হাঁটতে বের হলে রাস্তার পাশের ধানক্ষেতে আমার স্বামীকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে বাড়ীর লোকজন বের হয়ে তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। স্থানীয়রা শিবের বাজারের অহিদ ডাক্তারকে ডেকে আনলে তিনি তাকে মৃত ঘোষনা করেন।’
এ বিষয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরিবারের দাবির প্রেক্ষিতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।’



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।