Bangal Press
ঢাকাSaturday , 11 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিদেশীয় কবিতা ভারত, বাংলাদেশ, নেপালের ঐতিহ্যের বন্ধন: এমপি নুরুজ্জামান বিশ্বাস

ডেস্ক রিপোর্ট
November 11, 2023 6:28 pm
Link Copied!

বাংলাদেশ, ভারত ও নেপালের কবিসাহিত্যিক ও সাংবাদিকের অংশগ্রহণে পাবনার ঈশ্বরদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ত্রিদেশীয় কবিতা উৎসব’। ঈশ্বরদী নোঙর সাহিত্যগোষ্ঠী শনিবার বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এই কবিতা উৎসবের আয়োজন করেছে।শনিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে এ ‘ত্রিদেশীয় কবিতা উৎসব’ শুরু হয়।
পাবনা—৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন। উদ্ভোধন কালে তিনি বলেন,ভারত,বাংলাদেশ,নেপাল এই তিন দেশের ঐতিহ্য সমৃদ্ধি স্মৃতি বিজরিত হয়ে আছে।এই সেতু বন্ধন একদিনে তৈরী হয়নি।হাজার বছরের ইতিহাস নিয়ে এখনো এই সেতু বন্ধন অটুট রয়েছে। বাঙ্গালীর ঐতিহ্য,সংগ্রাম ভাষা সংস্কৃতির পেছনে ভারত ও নেপালের ভূমিকা অতুলনীয়। এর আগে বাংলাদেশ, ভারত ও নেপালের কবি সাহিত্যিক, সাংবাদিক এবং অতিথিদের উত্তরীয় ও অনুষ্ঠান ব্যাচ পরিধানের মধ্যদিয়ে সংবর্ধনা দেওয়া হয়।কবিতা উৎসবের উদ্বোধন দিনে চারটি পর্বের আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, স্বরচিত কবিতা আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও সম্মাননা স্মারক প্রদান, কবিতা পাঠ, গান ও গিটারসহ বাদ্যযন্ত্র পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধন পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস ও নেপালের সাহিত্যিক প্রমোদ প্রধান।
কবিতা উৎসব অনুষ্ঠানের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, প্রফেসর আখতার হোসেন, উদয় নাথ লাহেড়ী, নেপাল কাঠমুন্ডু থেকে আগত শিশুসাহিত্যিক ও গবেষক প্রমোদ প্রধান, বিজয় রাজ আচার্য ও নেত্রা তামাং, ভারতের পশ্চিমবঙ্গের কবি ও প্রাবন্ধিক মানিক চন্দ্র পন্ডিত, শিক্ষাবিদ ও লেখক ড. সত্যজিৎ গোস্বামী, পশ্চিমবঙ্গের সাহিত্য সমালোচক অতনু কুমার বাসু, কোলকাতার বর্ষিয়ান নাট্যকর্মী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সত্যকাম বাগচী, রবীন্দ্র সংগীত ও নজরুলগীতির শিল্পী সঞ্জীব ব্রজবাসী, ফটোজানার্লিষ্ট রাহুল সরকার, পশ্চিমবঙ্গের নকশাবীদ ও গিটারবাদক প্রসাদ রঞ্জন এবং সাংবাদিক আব্দুল কাউয়ুম
এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, কবি মুরাদ মালিথাসহ ত্রিদেশীয় কবিতা উৎসবে শতাধিক কবিসাহিত্যিক, সাংবাদিক ও সাংষ্কৃতিককর্মী উপস্থিত ছিলেন। এরআগে শুক্রবার রাতে সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউটের প্রশিক্ষণ মিলনায়তনে নোঙর সাহিত্যগোষ্ঠীর উপদেষ্টা ও প্রতিষ্ঠানের মহাপরিচালক ড.ওমর আলীর সভাপতিত্বে ত্রিদেশীয় কবি সাহিত্যিকদের এক ‘আড্ডা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি ও সাংস্কৃতিক সংগঠক খোন্দকার মাহাবুবুল হক দুদুর সঞ্চালনায় ভিন্নধর্মী এ আড্ডা আয়োজনে কবিতা পাঠ ও গান আসর বসে।
আগামীকাল রোববার সন্ধ্যায় তিন দিনব্যাপী ‘ত্রিদেশীয় কবিতা উৎসব’ সমাপ্ত হবে।নোঙরের উপদেষ্টা ড. ওমর আলী বলেন, বাংলা, ভারত ও নেপালের সাহিত্য—সংস্কৃতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা এবং তিন দেশের কবি সাহিত্যিকদের এ সম্মেলন আনতে পারা আমাদের জন্য অনেক গর্ব ও আনন্দের। এটি শুধু কবিতা উৎসব নয়, এখানে তিন দেশের সাহিত্য—সংস্কৃতির আদান প্রদান হয়েছে। এতে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী ভারত ও নেপালের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হবে। আগামীতেও এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।