চোরাই পথে ভারতে গিয়ে চোরাই কয়লার বস্তা নিয়ে বাংলাদেশে আসার পথে রুবেল মিয়া (২০) নামের বাংলাদেশী যুবকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (১১ নভেম্বর) ভোরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রজনী লাইন এলাকায় ঘটনাটি ঘটে। বিএসএফের হাতে আটক রুবেল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ট্যাকেরঘাট সীমান্তের রজনী লাইন এলাকা দিয়ে ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০০অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের শিবপুর এলাকায় যায় ভারতীয় চোরাই কয়লার বস্তা আনতে রুবেল। পরে সকাল সাড়ে ১০টার দিকে চোরাই কয়লার বস্তা নিয়ে একেই পথে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে।
বিএসএফের হাতে আটকের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির ট্যাকেরঘাট সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন জানান, বিএসএফের হাতে আটক রুবেলের বয়স ১৪ বছর। পরে আমাদের পক্ষ থেকে বিএসএফএর সাথে আলোচনা করার পর রুবেলকে শিশু বিবেচনা করে বাংলাদেশ সীমান্তের কাছে সকাল সাড়ে ১১টায় ছেড়ে দিয়ে গেলেও বিএসএফ আমাদের কাছে হস্তান্তর করেনি।
সালাউদ্দিন/সাএ