Bangal Press
ঢাকাSaturday , 11 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
November 11, 2023 5:05 pm
Link Copied!

সুনামগঞ্জে ৩য় নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে নতুনপাড়া এলাকায় ফারিহা একাডেমিতে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ,শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে, ডা. জসীম উদ্দিন খাঁন।
পরিদর্শনকালে এমপি পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, সুনামগঞ্জের শিক্ষাকে এগিয়ে নিতে ফারিহা একাডেমিও দক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি বলেন, এখন শিক্ষার্থীদের মধধ্যমে মেধাবৃত্তি প্রদান করছে ফারিহা একাডেমি। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে উৎসাহ বাড়বে। 
তিনি আরও বলেন, ফারিহা একাডেমি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা  থেকে মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষা কার্যক্রমের অনুমোদন পেয়েছে। এখন এই প্রতিষ্ঠানের ভেতরে নতুন কারিকুলামের নির্দেশনা অনুযায়ী পাঠদান করতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফারিহা একাডেমির পরিচালক নাসরিন সুলতানা, অধক্ষ্য জাহাঙ্গীর আলম, বিপ্রেস কুমার রায়, ব্যবসায়ী আশরাফুজজ্জামান রনি,অভিভাবক সৈয়দা ফারহানা ইমা, ফারজানা আক্তার, শারমিন সুলতানা,সোহেল আহমদ সহ শতাধিক শিক্ষার্থী অভিভাবক।
৩য় নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষায় এবার বিভিন্ন শ্রেণীর ৩৫৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। ৩য় শ্রেণী ক শাখার ৩০ জন, ৩য় শ্রেণী খ শাখার ২৪ জন, ৪র্থ শ্রেণী ক শাখার ৩০ জন, ২য় শ্রেণী ক শাখার ২৪ জন, ২য় শ্রেণী খ শাখার ২৪ জন, ৫ম শ্রেণী ক শাখার ৩০ জন, ১ম শ্রেণী ক শাখার ২৪ জন, ১ম শ্রেণী খ ২৪ জন, ৬ষ্ঠ শ্রেণী ২৪ জন, ৭ম শ্রেণী ২৪ জন, ৮ম শ্রেণী ২৪ জন, প্লে-শ্রেণী ২৪ জন, নার্সারী- লিলি ২৪ জন, দশম শ্রেণী ২৫ জন শিক্ষার্থী অংশ নেয়।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।