সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি বলেছেন বিএনপি- জামায়াত যতই চেচামেচি করুক, যতই ষড়যন্ত্র করুক, উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যহত কারা জন্য যতই অরাজকতার সৃষ্টি করুক কোনো লাভ হবে না। এদেশের ১৭ কোটি মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের যেভাবে উন্নয়ন করেছেন এই উন্নয়ন দেখে জামায়াত বিএনপির হিংসে হচ্ছে। তাই তারা অফিস আদালতসহ বাসে আগুন দিচ্ছে। দেশের সম্পদ নষ্ট করে তারা কোনো দিনও ক্ষমতায় আসতে পারবে না।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের কালিগঞ্জের চাকলায় গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের অপারেশনাল কার্যক্রমের উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিজের জিবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। একসময়ের অচেনা বাংলাদেশকে অল্প সময়ের মধ্যে রোল মডেল হিসেবে গড়ে তুলে বিশ্বকে চমকে দিয়েছে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড় করিয়েছেন।একসময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে প্রধানমন্ত্রী উপচেপড়া ঝুড়ির দেশে রুপান্তর করেছে। বাংলাদেশের বর্তমান উন্নয়ন দেখে পাকিস্তানীরাও এখন বাংলাদেশী হতে চায়।
বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীসহ সকলকে সজাগ হওয়ার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ধারা ব্যহত করতে একটি মহল সোচ্চার রয়েছে তাদের প্রতিহত করতে হবে। এসময় দেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে নৌকায় ভোট প্রত্যাশা করেন তিনি।
লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে গোড়ল তদন্ত কেন্দ্রের অপারেশনাল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, এসময় সুশিল সমাজের প্রতিনিধি, সূধী সমাজ, স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে উপজেলার ভোটমারী, কাকিনা ইউনিয়নের বিভিন্ন রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন।
সালাউদ্দিন/সাএ