লালমনিরহাটের আদিতমারি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেছে উপজেলা যুবলীগ। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জি.এস উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা যুবলীগ বিশাল এক সমাবেশের আয়োজন করে।
আদিতমারী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম বাবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ (এমপি)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান মিজান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমূখ।
এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী করে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। এতে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীসহ আওয়ামিলীগ এবং এর অঙ্গ সংগঠনের অন্তত ৫ হাজার নেতাকর্মী অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী দেশের উন্নয়ন তুলে ধরেন এবং উন্নয়ন ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে নৌকার জন্য কাজ করার আহবান জানান।
সালাউদ্দিন/সাএ