Bangal Press
ঢাকাSaturday , 11 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ভূমিকায় ফিরবেন তামিম

ডেস্ক রিপোর্ট
November 11, 2023 3:15 pm
Link Copied!

২০২১ সালেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। মূলত তরুণদের জায়গা করে দিতে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ভূমিকায় ফেরার কথা জানিয়েছেন দেশসেরা এই ওপেনার। অনেক নাটকীয়তার পর চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলে সুযোগ পাননি তামিম। 
তাকে নিয়ে যা হলো সেটা হয়তো সংক্ষিপ্তভাবে লিখে শেষ করা যাবে না। শেষ পর্যন্ত তাকে ছাড়াই ভারতে বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। বিশ্বকাপে দলের সঙ্গে না থাকলেও ধারাভাষ্যকার হিসেবে থাকার সুযোগ ছিল তার। তবে পরের বছর বিশ্বকাপে হয়তো ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে তামিমকে। 
শুক্রবার (১০ নভেম্বর) বহুজাতিক ই-কমার্স কোম্পানি দারাজের একটি লাইভ শোতে এসে এসব জানান তামিম। মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গেলেও যেতে পারে তাকে বলে জানিয়েছেন তিনি। তামিম বলেন, আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপে প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
কমেন্ট্রি বক্সে তামিমের অবশ্য পূর্বের অভিজ্ঞতা রয়েছে। বিপিএলের একটি ম্যাচে তাকে ধারাভাষ্যকার হিসেবে দেখা গিয়েছিল। মূলত সেই থেকেই সাধারণ ক্রিকেট প্রেমীরা ধারণা পেয়েছিলেন হয়তো ধারাভাষ্যকার হিসেবে ভালো করতে পারেন তিনি। কেনোনা আতহার আলী খান বাদে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে অন্য কাউকে ধারাভাষ্য দিতে দেখা যায় না খুব একটা। তামিমও জানালেন যদি তিনি উপভোগ করেন হয়তো ভবিষ্যৎ প্রফেশন হিসেবে এটিকেই বেছে নিবেন।
যে কারণে বিশ্বকাপে খেলা হয়নি তামিমের, এখনও সেই চোট থেকে ফেরার প্রক্রিয়ায় আছেন তিনি। বিশ্বকাপ শেষেই নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজেও তামিমকে দেখা যাবে না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়া চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) খেলছেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সে হিসেবে তামিম কখন আবার ক্রিকেটে ফিরবেন, সেটাও এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েও যে ক্রিকেটেই থাকছেন তা প্রায় নিশ্চিত।



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।