Bangal Press
ঢাকাSunday , 12 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস’ পেল প্রাণ-আরএফএল গ্রুপের শীর্ষ তিন কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট
November 12, 2023 9:10 am
Link Copied!

করপোরেট সেক্টরে অসাধারণ অবদান রাখার জন্য ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস’ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের শীর্ষ তিন কর্মকর্তা। শনিবার (১১ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এ বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সি—স্যুট অ্যাওয়ার্ডস ২০২৩’ অনুষ্ঠিত হয়।
প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বর্ষসেরা ব্যবস্থাপনা পরিচালক (এফএমসিজি ক্যাটাগরি), প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বর্ষসেরা বিপণন পরিচালক ও গ্রুপটির পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী বর্ষসেরা অর্থ পরিচালক হিসেবে পুরস্কার গ্রহণ করেন। 
অনুষ্ঠানে ২২টি ক্যাটাগরিতে দেশের ২৮ জন শীর্ষ করপোরেট ব্যক্তিত্বকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় সাড়ে তিনশো ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তিত্বরা অংশ নেন।
এ স্বীকৃতির জন্য বাংলাদেশ ব্র্র্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানান ইলিয়াছ মৃধা। তিনি বলেন, “আমরা বাংলাদেশ সি—স্যুট অ্যাওয়ার্ডস পেয়ে আনন্দিত। এ স্বীকৃতি আমাদের আগামী দিনগুলোতে উৎসাহ জোগাবে। এটি আমাদেরকে প্রতিষ্ঠানের প্রতি আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে”।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।