Bangal Press
ঢাকাSunday , 12 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

রিপোর্টার্স ক্লাব রংপুরের নির্বাচনে ক্রীড়া সম্পাদক হলেন সাকিব

ডেস্ক রিপোর্ট
November 12, 2023 7:21 am
Link Copied!

প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের সংগঠন রংপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ২৫ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খোলা কাগজ ও বিডি২৪লাইভের রংপুর প্রতিনিধি হাসান আল সাকিব। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ৭১ টিভির শাহীন আলম ২৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
শনিবার (১১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিপোর্টার্স ক্লাব প্রাঙ্গণে এ ভোটগ্রহণ  অনুষ্ঠিত হয়।পরে রাতে বে-সরকারিভাবে এই ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
কমিশন ঘোষিত ফলাফলে ১৫টি পদের মধ্যে লাল-লুলু-মিলন প্যানেল থেকে চার জন প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং বায়েজীদ-মাজেদ-হালিম আনছারী প্যানেল থেকে এগারো জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন সভাপতি শাহ্ বায়জিদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি এস এম ইকবাল সুমন, সহ-সভাপতি মিরু সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আজম পারভেজ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, কোষাধ্যক্ষ আহসান হাবীব মিলন, দপ্তর সম্পাদক জি এম জয়, প্রচার সম্পাদক বাবলুর রহমান বারী, ক্রীড়া সম্পাদক হাসান আল সাকিব, সাহিত্য সম্পাদক লাভলু মিয়া, কার্যনির্বাহী সদস্য আব্দুল হালিম আনছারি, মোজাফফর হোসেন, আমিরুল ইসলাম ও রাকিবুল ইসলাম। 
নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও ক্লাবের আজীবন সদস্য আরিফুর রহমান আরিফ এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব এ্যাড. আবু সাঈদ ও নাহিদ হাসান  রাতে ফলাফল ঘোষণার পর পরিচ্ছন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।