Bangal Press
ঢাকাSunday , 12 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
November 12, 2023 6:34 am
Link Copied!

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোকারম হোসেন দেওয়ান লিটনকে জয়পুরহাট শহরের বঙ্গবন্ধু রোড এলাকা থেকে শনিবার রাত ২ টার সময় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোকারম হোসেন দেওয়ান লিটন (৪৮) পাশের নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের মেহেদি হাসান দেওয়ানের ছেলে।
র‌্যাব জানায়, প্রতিষ্ঠার সময় থেকেই র‌্যাব দেশের সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি—৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে শনিবার রাত ২ টার সময় জয়পুরহাট জেলা সদরের বঙ্গবন্ধু রোড এলাকা থেকে মোকারম হোসেন দেওয়ান লিটনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাব আরও জানায়, ২০১৮ সালের ২৪ জুলাই সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল চেক পোস্টের মাধ্যমে তল্লাশিকালীন মোকাররম হোসেন দেওয়ান লিটনের শরীরে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় অ্যাম্পুল পায়। র‌্যাব বাদী হয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। পরবর্তিতে জামিনে গিয়ে পলাতক থাকে লিটন। জয়পুরহাট জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক আব্বাস উদ্দিন গত ৩১ জুলাই মোকাররম হোসেন দেওয়ান লিটনকে পলাতক থাকা অবস্থায় যাবজ্জীবন সাজা দিয়ে রায় প্রদান করেন।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।