Bangal Press
ঢাকাSunday , 12 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

পাথরঘাটায় ‘উপকূল দিবস’ পালিত

ডেস্ক রিপোর্ট
November 12, 2023 10:31 am
Link Copied!

বরগুনার পাথরঘাটায় উপকূল দিবস পালিত হয়েছে। পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে রোববার (১২ নভেম্বর) বেলা ১১টায় একটি শোভা যাত্রা  পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাথরঘাটা প্রেসক্লাব চত্বরে শেষ হয়। পরে পাথরঘাটা প্রেসক্লাব মিলনায়তনে ৭০এর প্রাণহানিদের রুহের মাগফিরাতে দোয়া মোনাজাত করা হয।
সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর সহযোগিতা ও দিকনির্দেশনায় বরগুনার পাথরঘাটায় এ দিবসটি আয়োজন করেন পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন।
এ সময়ে বক্তব্য রাখেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল, সহকারী অধ্যাপক আহসান হাবীব, জাকির হোসেন খান, মজিবুর রহমান কালু, নজমুল হক সেলিম, মেহেদী শিকদার প্রমুখ। স্মৃতিচারণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন। দোয়া পরিচালনা করেন উপকূল সুরক্ষা আন্দোলনের সদস্য মাওলানা আরিফুর ইসলাম। বক্তারা ৭০ সনের বন্যার স্মৃতিচারণ করেন এবং এ দিনটি উপকূল দিবস হিসেবে স্মৃতির দাবি করেন।
১৯৭০ সালরে ১২ নভম্বের তৎকালীন র্পূব পাকস্তিানরে (র্বতমান বাংলাদশে-এর) দণিাঞ্চলে আঘাত হানে। এ পর্যন্ত রেকের্ডকৃত র্ঘূনঝিড় সমূহরে মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ র্ঘূনঝিড় এবং এটি র্সবকালরে সবচেয়ে ভঙ্করতম প্রাকৃতকি র্দুযোগের একটি। এ ঝড়ের কারণে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারায়।  এটি ১৯৭০-এর উত্তর ভারতীয় র্ঘূণিঝড় মৌসুমরে ৬ষ্ঠ র্ঘূণঝিড় এবং মৌসুমরে সবচেয়ে শক্তশিালী র্ঘূণঝিড় ছিল। এটি সিম্পসন স্কেলে ‘ক্যাটাগরি ৩’ মাত্রার র্ঘূণঝিড় ছিল।
১২ নভেম্বর উপকূলবাসীর জীবনমান উন্নয়নসহ উপকূল সুরক্ষার লক্ষে  উপকূল দিবস বাস্তবায়ন কমিটি সপ্তম বারের মত উপকূলের উপকূলের সবকটি উপজেলায় একযোগে ‘উপকূল দিবস’ পালিত হচ্ছে।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।