Bangal Press
ঢাকাSunday , 12 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত বিএনপির হরতাল- অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে: পরিবেশমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
November 12, 2023 12:23 pm
Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি বলেছেন, জামায়াত বিএনপির হরতাল- অবরোধসহ জ্বালাও -পোড়াও আন্দোলন সাধারণ জনগন প্রত্যাখ্যান করেছে। হরতালের নামে নৈরাজ্য কোন অবস্থায় মেনে নেওয়া যাবে না। সাধারণ মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি  থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান জানান পরিবেশমন্ত্রী।
তিনি রবিবার (১২ নভেম্বর) বিকালে মৌলভীবাজার জেলার জুড়ীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭১ লক্ষ ২৫ হাজার টাকা ব্যায়ে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের প্রথম তলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের দেশের উন্নয়ন দেখে বিদেশীরাই এখন প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন। দেশের এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কার কোন বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও তিনি নৌকা মার্কায় ভোট চাই।
কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনফর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর পিএস (যুগ্ন সচিব) আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান  রনজিতা শর্মা,  উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, পশ্চিমজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হাসান জেবলু, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মিফতা আহমেদ রিটন, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, আব্দুল কাইয়ুম, শাহজাহান মিয়া, আতিকুর রহমান, যুবলীগ নেতা এডভোকেট আব্দুল মতিন, জুয়েল রানা, মোঃ শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।