বগুড়ার শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ীর চাপায় মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল মামুন (২৫) নামের এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিহত হয়েছে। সে শাহবন্দেগী ইউনিয়নের গড়ের বাড়ি এলাকার হযরত আলীর ছেলে। রোববার (১২ নভেম্বর) রাত ১টার দিকে শেরুয়া বটতলা সবুজ অটো গ্যারেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার রাতে আব্দুল্লাহ আল মামুন শেরুয়া বটতলা এলাকায় গ্যারেজে গাড়ির কাজ করছি। কাজ শেষে রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ী ফেরার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির অজ্ঞাত কোচ তাকে চাপা দেয়। এতে মানুনের মোটরসাইকেল দুমড়ে মুচরে গিয়ে ঘটনাস্থলেই মামুন নিহত হয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচাজ আবুল ফয়সাল বলেন, গভীর রাতে দ্রতগতির অজ্ঞাতগাড়ীটি চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ