Bangal Press
ঢাকাSunday , 12 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
November 12, 2023 10:13 am
Link Copied!

চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ নভেম্বর) ভোরে র‌্যাব-১২ সদস্যরা শহরের ধানবান্ধি নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ধানবান্ধি মহল্লার আলতাফ হোসেনের ছেলে ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক।
র‌্যাব-১২ স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের বানতিয়ার গ্রামের আফছার আলীর ছেলে সোলাইমান হোসেন বাদী হয়ে ২০২০ সালের ২৪ ডিসেম্বর শাহজাদপুর উপজেলা আমলী আদালতে ৪ লক্ষ ১৬হাজার ৭শত টাকার একটি চেক জালিয়াতি মামলা দায়ের করেন।
এ মামলায় শাহজাদপুর আমলী আদালতের যুগ্ম জজ মামুনুর রশিদ ২০২২ সালের ৭ জুন তাকে এক বছরের কারাদন্ড ও চেকে উল্লেখিত টাকা ফেরত প্রদানের রায় দেন। এরপর আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে র‌্যাব-১২ সদস্যরা ধানবান্ধি বাসা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। সকাল ১১টার দিকে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, র‌্যাব থানায় সোপর্দ করার পর দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।