Bangal Press
ঢাকাSunday , 12 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশী কিশোর নিহত

ডেস্ক রিপোর্ট
November 12, 2023 3:00 pm
Link Copied!

ভারতের গুহা থেকে চোরাই কয়লা আনতে গিয়ে গুহার ভিতরে মাটি চাপায় নুরুল হক(২০)নামের বাংলাদেশী যুবক নিহত হয়েছে। এসময় আরও ৫জন আহত হয়েছে। নিহত নুরুল হক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের লাকমা ছড়ার পশ্চিম পাড়ের আব্দুল খালেকের ছেলে। রবিবার (১২ নভেম্বর) সকালে ১০টার দিকে ১২৯৭ আন্তর্জাতিক সীমান্ত পিলার ভারতের ভেতরে ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে ও খোঁজ নিয়ে জানাযায়,উপজেলার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাকমা সীমান্তে ১২৯৭ আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকা দিয়ে সীমান্তের পুলিশ বিজিবির সোর্স পরিচয়ধারী, মাদক মামলা,সরকারী কাজে বাঁধা দেয়ার মামলার আসামী সীমান্তের চিহ্নিত চোরাচালানীরা আবুল কালাম,শরাফত আলী,শামসুল আলম ভোরে ২০-২৫ জনের একটি দল চোরাই পথে ভারতের অভ্যন্তরে কয়লা আনতে পাঠায়। এসময় কয়লা গুহা থেকে বস্তায় ভরে কয়লা আনার সময় উপর থেকে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই নুরুল হক(২০)মারা যায়। এসময় তার সাথে থাকা আরও ৫-৬ জন আহত হয়। নিহত ও আহতদের উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসার পর নিহতের লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়। আর আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের পরিবারে শোকের মাতম চলছে।
নিহতের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন।
তিনি জানান, এই ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ পাঠানো হবে।
উল্লেখ, এর পূর্বে গত ৫-৬বছরে একেই ভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে তাহিরপুর উপজেলার বাগলী, জঙ্গলবাড়ি, লালঘাট, ট্যাকেরঘাট, লামকা, চানঁপুর, রঙ্গা ছড়া, সুন্দরবন বাশতলা ছড়া, চারাগাও শুল্ক ষ্টেশন,কলাগাও ছড়া এলাকার চোরাই পথে ভারতে গিয়ে কয়লা গুহা থেকে কয়লা আনতে গিয়ে ১০জন নিহত হয়েছে। 



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।