Bangal Press
ঢাকাSunday , 12 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল, আটক ২

ডেস্ক রিপোর্ট
November 12, 2023 1:59 pm
Link Copied!

অবরোধের সমর্থনে হঠাৎ ঝটিকা মিছিল বের করে বাংলাদেশ জামায়েত ইসলামী কেরানীগঞ্জ উপজেলা শাখা। রবিবার (১২ নভেম্বর) সকাল সাতটার দিকে ঢাকা-বান্দুরা মহাসড়কের কেরানীগঞ্জ মডেল থানার নেকরোজবাগ কবরস্থানের সামনে এই মিছিল বের করা হয়।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে তারা ব্যানার নিয়ে অর্ধ শতাধিক জামায়াত কর্মী বিক্ষোভ মিছিল করে সরকারবিরোধী স্লোগান দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। পরবর্তীতে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় শাক্তা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শহীদ হোসেন (৫৩) ও কালিন্দী ইউনিয়ন জামায়েত ইসলামী সদস্য শামসুদ্দীন(৫২) কে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
এছাড়া দুপুর আড়াইটার কেরানীগঞ্জ মডেল থানার হাজী দিদার রোডে জিনজিরা ইউনিয়ন তাঁতি দল ও সন্ধ্যা ছয়টায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুরে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল বের করে।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, সকালে জামাত ইসলামের মিছিল থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া বিকেলে ও সন্ধ্যায় বিএনপির অঙ্গ সংগঠনের মিছিল থেকে কোন নাশকতার তথ্য পাওয়া যায়নি। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।