Bangal Press
ঢাকাMonday , 13 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

কালীপূজা: শাঁখারী বাজারে দীপাবলির আমেজ

ডেস্ক রিপোর্ট
November 13, 2023 2:20 am
Link Copied!

আজ থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের কালীপূজার অনুষ্ঠান। চলবে আগামী বৃহস্পতিবার সকাল পর্যন্ত। কালীপূজার বিশেষ আয়োজন দীপাবলি। মোমবাতি জ্বালিয়ে স্বজন ও পূর্ব পুরুষদের স্মরণ করার মধ্যদিয়ে চলছে এ আয়োজন।
রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার শাঁখারী বাজারে সন্ধ্যা থেকে শুরু হয়েছে কালীপূজার কার্যক্রম। শাঁখারী বাজারের প্রতিটি মন্দিরের সামনে মোমবাতি জ্বালিয়ে মঙ্গল ও কল্যাণের খোঁজে শত শত ভক্ত পূজা করছেন। মন্দিরের ভেতরে মন্ত্র পাঠ করছেন পুরোহিতরা। উদ্দেশ্য, হারানো স্বজন স্বর্গবাসী হোক।
শাঁখারী বাজারে প্রায় ২০টি মণ্ডপে চলছে কালীপূজা। উৎসবের আমেজে রাতে দেবীর পূজার পাশাপাশি অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন সনাতনীরা। এসময় হিন্দু ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও ভিড় জমিয়েছেন শাঁখারী বাজারে।
অন্যদিকে মন্দিরে প্রদীপ জ্বালানোর পাশাপাশি সনাতনীরা তাদের ঘরে ঘরে দীপাবলি উদযাপনের জন্য প্রদীপ প্রজ্বালন করেছেন।
অপূর্ব চৌধুরী নামে এক ভক্ত বলেন, দীপাবলির অনুষ্ঠানে সারি সারি প্রদীপের আলোতে স্বর্গের দেবতাকে গৃহে বরণ করে নেওয়া হয়। এটি শুদ্ধতা এবং অমঙ্গল বিতাড়নের প্রতীক। প্রতিবছর আমেজ নিয়ে আমরা দীপাবলি পালন করি। সবার মঙ্গল কামনা করছি এদিনে।
অন্যদিকে পূজার পাশাপাশি বেচাবিক্রি বেড়েছে শাঁখারী বাজারে। এ বাজারের মধূসধন নন্দী ক্যাম্পাসনিউজকে বলেন, উৎসব হলেই বেচাকেনা বাড়ে। বিকেল থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন।
জানা যায়, দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা মা কালির। এদিন দীপাবলি অমাবস্যার রাতে পালন করা হয়। তাই চারদিকে নিকষ অন্ধকার থাকে। আর এই অন্ধকার থেকে মুক্তি পেতে সনাতন ধর্মাবলম্বীরা সর্বত্র প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে রাখেন।
বিশ্বাস করা হয়, নিকষ অন্ধকারেই অশুভ আত্মা ও অশুভ শক্তি সক্রিয় হয়ে ওঠে। তাই এই অশুভ শক্তিকে দুর্বল করতে ঘরের প্রতিটি কোনায় বাতি বা প্রদীপ জ্বালানো হয়।



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।