মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সোমবার ভোরে ৩০ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
জয়পরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে লক্ষ্মন রবিদাস (৩৮)। সে পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া লকমা গ্রামের রামদেও রবিদাসের ছেলে।
ডিবি জানায়, পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া লকমা গ্রামের বাড়িতে বিদেশি মদ নিয়ে অবস্থান করছে লক্ষ্মণ রবিদাস। গোপনে এমন খবর পেয়ে সোমবার ভোরে
জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে অন্যান্য সদস্যরা অভিযান চালায়। এ সময় ৩০ বোতল বিদেশী মদসহ লক্ষন রবিদাসকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লক্ষ্মণ রবিদাসের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান, ডিবির অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন।
শাকিল/সাএ