বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধের শেষ দিনেও রাজধানীতে স্বাভাবিক রয়েছে যান চলাচল ।পূর্বের অবরোধের তুলনায় সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে স্বাভাবিক ও কর্মচাঞ্চল্য দেখা যায় রাজধানী।বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন রুটে বৃদ্ধি পেয়েছে গণপরিবহন ।
রাজধানীতে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও, সকাল থেকে দূরপাল্লার কোন যান চলাচল করতে দেখা যায়নি। অবরোধ পরিস্থিতি মোকাবেলায় এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করণে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিতে দেখা যায় পুলিশ সদস্যদের।এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাদের কড়া নিরাপত্তা প্রদান করতে দেখা যায়। তাছাড়াও নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলোতে চেকপোস্ট লক্ষ্য করা যায়।সন্দেহমূলক কিছু দেখলে চেক করছে আইনশৃঙ্খলা।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও গাড়ি চলাচল থেমে নেই বরং বেড়েছে যান চলাচল।
প্রসঙ্গত, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে গতকাল (রোববার) ভোর ৬টা থেকে। গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মোঃ লিখন আলী// বিডি২৪লাইভ ডেক্স
বাঁধন/সিইচা/সাএ