গাজীপুরে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গোলাঘাট এলাকার মাটিকাটা নদীর ওপর নির্মিত রেলব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ব্রিজের চারটি স্লিপার পুড়ে গেছে। ঝুঁকি সারতে পুড়ে যাওয়া স্লিপার দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নতুন স্লিপার লাগিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ সোমবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার গোলাঘাট এলাকার রেলব্রিজে দুর্বৃত্তরা আগুন দেয়। রেলওয়েসংশ্লিষ্টরা রাতের পাহারার সময় আগুনের বিষয়টি দেখতে পায়। পরে স্থানীয় ও রেলওয়েসংশ্লিষ্টরা আগুন নিভিয়ে ফেলে।
স্থানীয়’রা জানান, রেলওয়ের কয়েকজন কর্মচারী নিয়মিত রেললাইন পাহারা দিচ্ছেন। ভোরে ব্রিজে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন নিয়ে আগুন নেভানো হয়েছে। আগুনে রেলব্রিজের চারটি স্লিপার পুড়ে গেছে। স্লিপার পুড়ে যাওয়ার ফলে ট্রেন চলাচলে ঝুঁকি থাকায় দ্রুত সময়ের মধ্যে পুড়ে যাওয়া স্লিপার খুলে নতুন স্লিপার লাগানো হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ জানান, রেলসেতুতে দুর্বৃত্তরা ভোরে আগুন দিয়েছিল। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
শাকিল/সাএ