Bangal Press
ঢাকাMonday , 13 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ফেনী যুবদলের সভাপতি-সম্পাদকের মুক্তির দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
November 13, 2023 10:14 am
Link Copied!

ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসীম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের মুক্তি ও অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।
সোমবার (১৩ নভেম্বর) সকালে ফেনী সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন খন্দকার ও পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবুলুর নেতৃত্বে এ মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের ইসলাম রোড়স্থ বিএনপি অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পুলিশ ফাঁড়ি হয়ে ভুঁইয়া বাড়ির সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান, ফেনী পৌর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম রাসেল, সাইদুল ইসলাম সাইদ, সদস্য তাহের মিয়াজী, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের নেতারা।
১১ নভেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে গ্রেফতার হন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও নাসির উদ্দিন খন্দকার। হরতাল অবরোধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলায় তাদের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। 



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।