Bangal Press
ঢাকাMonday , 13 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় গ্রাম পুলিশ সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
November 13, 2023 10:02 am
Link Copied!

চুয়াডাঙ্গায় গ্রাম পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। সভাটি আয়োজন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ কার্যালয়। 
সভায় গ্রাম পুলিশের নিয়ে গ্রামের শান্তি ও শৃঙ্খলা ঠিক রাখার জন্য ও গ্রাম পুলিশের কাজের অগ্রগতি ও তাদের পেশাদার দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনায় গ্রাম পুলিশের অবদান ও পুলিশের আগামী জাতীয় সংসদ দ্বাদশ নির্বাচনের কি ভুমিকা রাখবে তা নিয়ে আলোচনা করা হয়। গ্রাম পুলিশের সার্বিক কার্যক্রম আরো কি ভাবে গতিশিল করা যায় তা নিয়ে আলোচনা সভায় উঠে আসে। 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
 
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম(প্রশাসন ও অর্থ) সহকারি পুলিশ সুপার জাকিয়া সুলতানা(দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা (এ.এন.এচ.আই) এর উপ-পরিচালক ইয়াছিন সোহাইল, চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহাব্বুর রহমান, দামুড়হুদার মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সদস্য ও গণমাধ্যম কর্মি।
সভার শেষ পর্বে গ্রাম পুলিশের মাঝে উপহার সামগ্রী তুলে দেন।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।