লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ নির্বাচনে অনিয়ম হওয়া তিন ভোটকেন্দ্রের ভোট বাতিল ও ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।
সোমবার(১৩ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসির সিদ্ধান্তের কথা জানান সচিব মো. জাহাংগীর আলম।
ইসি সচিব জাহাংগীর আলম বলেন, লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ নির্বাচনে কিছু অনিয়ম হয়েছিল গণমাধ্যমে প্রকাশ হয়েছি। সে তথ্যের আলোকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, পুলিশ সুৃপার ও জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত করিয়েছেন। তদন্ত প্রতিবেদন কমিশন পেয়েছে।
তিনি বলেন, লক্ষ্মীপুরের দক্ষিণ খাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি ভোটক্ষের জালভোটের কিছু ছবি গণমাধ্যমে আসে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে- ওই একটি কেন্দ্রে ভোটের অনিয়ম পরিলক্ষিত হয়েছে।
“ইসি এর আলোকে সিদ্ধান্ত নিয়েছে -দুই জনকে সণাক্ত করা হয়েছে জালভোটের জন্য। তাদের বিরুদ্ধে আরপিও অনুযায়ী মামলা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ওই দুই বুথের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও সহকারি পোলিং অফিসারের বিরুদ্ধে নির্বাচনী কর্মকর্তা বিশেষ আইন, ১৯৯১ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ।“
সচিব বলেন, ওই কেন্দ্রের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। এখন রিটার্নিং অফিসার ওই কেন্দ্রের ভোট বাদ দিয়ে নতুন করে ফলাফল বিবরণী পাঠালে কমিশন গেজেট প্রজ্ঞাপন জারি করবে। কারণ, ওই কেন্দ্রের ভোটেদুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ভোটের ব্যবধান বেশি হওয়ায় ফলাফল বিবরণী পেলেই লক্ষ্মীপুর-৩ আসনের গেজেট করবে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ নির্বাচনে দুটো ভোটকেন্দ্রে অনিয়ম পেয়ে তদন্তকারী কর্মকর্তারা। যাত্রাপুর নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও শরিপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিয়েছে ইসি।
তিনি আরো বলেন,ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজােইডিং. মহকারী প্রিজাইডং ও পোলিং অফিসারের বিরুদ্ধে ১৯৯১ নির্বাচনী কর্মকর্তা বিশেষ বিধান আইনে ব্যবস্থা নেওয়া হবে। দুই কেন্দ্রের ফলাফল বাতিল করে সংশোধিত ফলাফল পেয়ে গেজেট প্রজ্ঞাপন করবে ইসি।
বাঁধন/সিইচা/সাএ