রাজধানীর শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৌমিতা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। বাসটি সাইনবোর্ডের দিক থেকে ঢাকার দিকে আসছিল।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় শনির আখড়ার আন্ডারপাস সংলগ্ন সড়কে বাসটিতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সাড়ে ৬টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়।
তবে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা পানি ঢেলে ও বালু ছুড়ে মেরে বাসটির আগুন নেভান। মৌমিতা পরিবহনের বাসটির ভেতরের অংশ পুড়ে গেছে। সামনের কাঁচ ও জানালাগুলো ভেঙে ফেলা হয়েছে।
আশরাফুল/সা.এ.
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।