জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন (৫০) কে সোমবার (১৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার পূর্ব পারুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, গোলজার হোসেন কে জয়পুরহাট থানায় ২৯ অক্টোবর দায়ের করা নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার বিকাল সাড়ে ৪টায় জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গোপন সংবাদে খবর পেয়ে র্যাব জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সাদিকের নেতৃত্বে
একটি দল অভিযান চালিয়ে গোলজার হোসেনকে আটক করে। পরে গোলজার হোসেনকে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে নাশকতার মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান, ওসি হুমায়ন কবীর।
সালাউদ্দিন/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।