কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির মাসিক সভা সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের সাংবাদিক পিনু-খোকন কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভায় গত সভার রেজুলেশন অনুমোদন, অভিষেক উপলক্ষ্যে উপ-কমিটি গঠন, মাসিক আয় ব্যায়, তহবিল গঠন, স্মরণিকা প্রকাশ, কার্যালয় সম্প্রসারন ও বিবিধ বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়।
নির্বাহী পরিষদের ২৪ সদস্য এতে উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহেল রানা। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মিলন উল্লাহ, সহ-সভাপতি শেখ হাসান বেলাল, যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ডিউ, মাহমুদ হাসান, আখতারুজ্জামান মৃধা পলাশ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক প্রার্থী এসএম ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রার্থী এইচএম বেলাল, তথ্য ও গবেষনা সম্পাদক প্রার্থী হাফিজুর রহমান জীবন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী জাহিদুল হক ডন, ধর্মীয় সম্পাদক প্রার্থী সাইফ উদ্দীন আল আজাদ, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক প্রার্থী আকতার উন নবী মনা, নির্বাহী সদস্য প্রার্থী সাবিনা ইয়াসমিন শ্যামলী, জাহিদুজ্জামান, সোহাগ আহম্মেদ, মিলন খন্দকার, কেএম শাহিন রেজা, সেলিম রেজা রনি, ফয়সাল চৌধুরী।
সালাউদ্দিন/সাএ