Bangal Press
ঢাকাMonday , 13 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের সাথে থাকবেন না অগ্নিসন্ত্রাসীদের সাথে থাকবেন সে সিদ্ধান্ত আপনার: মসিক মেয়র

ডেস্ক রিপোর্ট
November 13, 2023 5:27 pm
Link Copied!

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশে উন্নয়ন এনেছে,সমৃদ্ধি এনেছে৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি। অপরদিকে বিএনপি দেশে এনেছে আগুন সন্ত্রাস, অরাজকতা। আপনি উন্নয়নের সাথে থাকবেন না উন্নয়নবিরোধী অগ্নিসন্ত্রাসীদের সাথে থাকবেন সে সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত নিতে ভুল হলে পদে পদে তার খেসারত দিতে হবে।
সোমবার(১৩নভেম্বর)সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৯ম ব্যাচের উদ্যোগে বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত বাংলালিংক ইয়োথ ফেস্টে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র। মেয়র তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জ্ঞানের প্রসার ঘটাতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখতে হবে। তবেই এ জ্ঞানার্জন তাৎপর্যপূর্ণ হয়ে উঠিবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর দে এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, বিজনেস এডমিনিস্ট্রেট বিভাগের ডীন প্রফেসর ড.রিয়াদ হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. তারিকুল ইসলাম।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।