ফেনীতে পৌর আওয়ামীলীগের উদ্যোগে ফেনী পাইলট স্কুলের মাঠে সর্ববৃহৎ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য নিজাম উদ্দিন হাজারী বলেন, দেশে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা সারা বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবেন। তিনি দেশের উন্নয়নে যে কাজ করেছেন আর কেউ করতে পারেনি। তিনি ক্ষমতায় আছেন বলে নারীরা আজ নির্বিঘ্নে ঘর থেকে বের হতে পারছেন। তাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য নৌকা মার্কার সমর্থনে কাজ করতে হবে।
ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল করিম শামীমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম সুরমা, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক রাহেলা আক্তার। সমাবেশে পৌরসভার ১৮টি ওয়ার্ডের মহিলা নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ফেনী পৌরসভার আওয়ামী লীগের উন্নয়ন অগ্রযাত্রার একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সালাউদ্দিন/সাএ