সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বলগেটের ধাক্কায় শাহজাহান(৬৩)নামে নৌকার মাঝি নিহত হয়েছে। নিহত শাহাজাহান ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
এ ঘটনায় বালুবাহী বলগেটের চালকসহ দুই জনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। সোমবার (১৩ নভেম্বর )দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর পূর্ব চাইরগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,উপজেলার চেলানদীর পূর্বচাইরগাঁও-সোনাপুর খেয়াঘাটে শাহজাহান মিয়া ওই নদীতে খেয়া পারাপারের মাঝি হিসেবে নৌকা চালাচ্ছিল। সোমবার দুপুর ১২টার দিকে নৌকা দিয়ে মানুষ পারাপারের কাজ করছিলেন। এ সময় বালুবাহী বলগেট নিয়ন্ত্রণ হারিয়ে নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকার মাঝি শাহজাহান মিয়া বলুবাহী বলগেটের চাপায় ঘটনাস্থলেই মারা যায়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান,বালুবাহী বলগেটের চালকসহ দুই জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সালাউদ্দিন/সাএ