ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ব নড়াইল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
দুপুরের পর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল সহকারে সভাস্থলে এসে উপস্থিত হতে থাকে। বিকেলের মধ্যেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে বর্ধিত সভা জনসভায় রূপান্তরিত হয়।
নড়াইল ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি জুয়েল আরেং।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল হোসেন আজাদ, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন,বজলুর রহমান, সাবেক সদস্য আব্দুর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য চেয়ারম্যান কাঞ্চন কুমার সরকার,মোঃ জালাল উদ্দিন,ইউপি চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন,নড়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম,আমতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনা করেন নড়াইল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন।
এ সময় বক্তব্যে বক্তাগণ বলেন এই ইউনিয়ন আওয়ামীলীগের ঘাটি হিসেবে পরিচিত। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমার আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো ভোট দিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করবো।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জুয়েল আরেং বলেন, এই ইউনিয়নে বর্তমান আওয়ামীলীগ সরকার সকল খাতে উন্নয়ন করেছে। আমাদের এই উন্নয়ন অব্যাহত থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখার জন্য নৌকার কোন বিকল্প নেই। নৌকায় ভোট দিয়ে আগামীতে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
সালাউদ্দিন/সাএ