Bangal Press
ঢাকাTuesday , 14 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

ডেস্ক রিপোর্ট
November 14, 2023 7:24 am
Link Copied!

বিশ্ব ডায়াবেটিসের আলোচনায় বক্তারা বলেছেন সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। জয়পুরহাটে আজ মঙ্গলবার সকাল ১০ টায় নানা আয়োজনে পালন করা হয় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৩।
বিশ্বে টাইপ-২ ডায়াবেটিস মহামারি আকার ধারন করছে। সে কারনে জীবন-যাপনের পরিবর্তনের মাধ্যমে এ থেকে ৭০ ভাগ রক্ষা পাওয়া সম্ভব। জয়পুরহাট ডায়াবেটিক সমিতি বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে ফ্রি ডায়াবেটিস পরিক্ষা, শোভাযাত্রা ও সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করে। বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন।’
জয়পুরহাট শহরের বাবু পাড়ায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতালে এসে সমাপ্তি হয়।
সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা। জয়পুরহাট ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খ ম আবদুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ডায়াবেটিস সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু, ডাঃ ফাতেমাতুজহুরা, ডাঃ মামুন ইসাহাক প্রমূখ।
বক্তারা বলেন, জীবন-যাপনের পরিবর্তন ও সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা এবং সুস্থ থাকা সম্ভব।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির উদ্যোগে দুই শতাধিক নারী- পুরুষের ফ্রি ডায়াবেটিস পরিক্ষা করা হয়।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।