Bangal Press
ঢাকাTuesday , 14 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

তফসিলের সকল তথ্য বুধবার সকালে জানাবে ইসি

ডেস্ক রিপোর্ট
November 14, 2023 9:17 am
Link Copied!

নির্বাচন কমিশনের(ইসি) সচিব মো জাহাংগীর আলম বলেছেন, কবে, কখন, কিভাবে তফসিল ঘোষিত হবে তা বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় আমি প্রেস ব্রিফিং করে জানাবো। মঙ্গলবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
ইসি সচিব,কাল কখন কী হবে আপনাদের চায়ের আমন্ত্রণ জানাচ্ছি, তখন জানাবো। যা কিছু আছে আগামীকাল সকাল ১০টায় জানাবো। এটা আপনারা জানেন, ৭০ পরবর্তী এ পর্যন্ত যতগুলো নির্বাচনের তফসিল হয়েছে, মাননীয় সিইসি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতিকে অবহিত করেছেন।এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে।
ডোনাল লু দলগুলো সংলাপের জন্য চিঠি দিয়েছে, যা তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে কি-না?এমন প্রশ্নের জবাবে, তিনি বলেন, না। কোনো প্রভাব পড়বে না। প্রথম হচ্ছে সেটা সংলাপের চিঠি কিনা, তা কমিশন অবহিত নয়। কারণ সেটা কমিশনে আসেনি। কমিশন নিজস্ব গতিতে তার সাংবিধানিক দায়িত্বের আলোকে রোডম্যাপ করেছেন, সে অনুযায়ী নির্বাচন হবে।
নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বৈঠকে কমিশন তাদের নির্দেশনা দিয়েছেন। তারা বলেছে কমিশন যেভাবে বলবে সেভাবেই তারা নিরাপত্তা নিশ্চিত করবে।এ বিষয়ে তাদের উদ্যোগ তারাই বললেন। গতকাল পর্যন্ত জেনেছি, ইসির নির্দেশনা অনুযায়ী তারা প্রস্তুতি রেখেছে।



বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।