বলিউডের পরিচালক রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ‘পিপ্পা’য় ব্যবহৃত হয়েছে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ-কপাট’ গানটি। আর এই গানের রিমেকের সংগীতায়োজন করেন ভারতীয় সুরকার এ আর রাহমান। এতেই বাঁধে বিপত্তি। অভিযোগ উঠেছে গানের সুর বিকৃত করা হয়েছে। এতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে নজরুল-ভক্তদের মধ্যে।
তাই প্রতিবাদস্বরুপ এ আর রহমানের গান গাইলেন আলোচিত ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সোমবার (১৩ নভেম্বর) রাতে ভারতের এই সংগীত শিল্পীর ‘জয় হো’ গান গেয়েছেন হিরো আলম। আগামীকাল মঙ্গলবার বিকেলে হিরো আলমের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি রিলিজ করা হবে।
হিরো আলম বলেন, ‘কারার ওই লৌহ কপাট’ যে গান শুনলে এখনো মানুষের গা শিউরে ওঠে। এই গানটি বিকৃতি করেছেন এ আর রহমান। তারই প্রতিবাদস্বরূপ জয় হো গান গাইলাম।
বাঁধন/সিইচা/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।