Bangal Press
ঢাকাTuesday , 14 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

‘রাজনৈতিক সমঝোতা ব্যতীত নির্বাচনী তফসিল ঘোষণা না করার আহবান’

ডেস্ক রিপোর্ট
November 14, 2023 9:46 am
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মূহুর্তে নির্বাচন কমিশনকে রাজনৈতিক সমঝোতা ব্যতীত নির্বাচনী তফসিল ঘোষণা না করার আহবান লেবার পার্টির। 
মঙ্গলবার (১৪ নভেম্বর) দলটির চেয়ারম্যার ডা. মোস্তাফিজুর রহমান ইরান ইসি সচিবের সঙ্গে সাক্ষাত করে এই দাবি জানান।
তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় দেখা যায় যে, সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন করার মতো পরিবেশ বর্তমানে না থাকার কারণে রাজনৈতিক সংঘাত ও অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।
তিনি আরো বলেন, নির্বাচন হলে তা হবে অগ্রহণযোগ্য, একপেশে, প্রশ্নবিদ্ধ ও বিরোধপূর্ণ নির্বাচন, যা সংবিধান পরিপন্থি। তাই
একটি সুষ্ঠু, সর্বজনগ্রাহ্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা একান্ত আবশ্যক।
বিএনপির সমমনা এই দলের চেয়ারম্যান বলেন, যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রক্রিয়ায় এর একক ক্ষমতা প্রয়োগের সুযোগ আছে, তাই সকল দলের অংশগ্রহণমূলক ও অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া ইসির দায়িত্ব।
ইসি সচিবে কাছে ছয় দফা দাবি তুলে ধরেন তিনি। এগুলো হলো- স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করা। রাজনৈতিক সকল দলগুলোর অংশগ্রহণ নিশ্চিতকরণের পরিবেশ সৃষ্টি করা।
রাজনৈতিক দলসমূহের শীর্ষ নেতাদের মিথ্যা ও হয়রানীমূলক মামলা থেকে মুক্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য দলীয় কার্যালয়গুলো ব্যবহারের সুযোগ প্রদানের ব্যবস্থা করা। নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তির তত্বাবধানে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার ব্যবস্থা করা। আইনশৃংখলা বাহিনীর অযাচিত হস্তক্ষেপ, দমন, পীড়ন ও নির্বিচারে গণগ্রেফতার বন্ধের ব্যবস্থা গ্রহণ করা। নির্বাচনকালীন লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে অবৈধ অর্থ, অস্ত্র ও পেশী শক্তির প্রভাব ও নিয়ন্ত্রণ করার পদক্ষেপ গ্রহণ করা।



বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।