Bangal Press
ঢাকাTuesday , 14 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

‘স্পষ্টভাবে বলেছি, এ সম্পর্ক আমি চাই না’

ডেস্ক রিপোর্ট
November 14, 2023 9:54 am
Link Copied!

উপস্থাপনার মাধ্যমে খ্যাতি লাভ করা রাফসান সাবাব গত গত ৯ নভেম্বর রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, স্ত্রী চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। নিজেদের মধ্যে বোঝা-পড়ার সমস্যা হওয়ার জন্য বিচ্ছেদ হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
রাফসান-এশার বিচ্ছেদের খবর মুহূর্তেই আলোচনায় উঠে আসে। এমনকি চর্চা হতে থাকে সোশ্যালে। পাশাপাশি গুঞ্জন উঠে―গায়িকা ও অভিনেত্রী জেফারের সঙ্গে সম্পর্কে রয়েছেন রাফসান। আর এ কারণে বিচ্ছেদে গড়িয়েছে রাফসান-এশার বৈবাহিক সম্পর্ক।
আলোচনা-সমালোচনা, চর্চা কিংবা প্রেমের গুঞ্জনের মধ্যেই রোববার (১২ নভেম্বর) রাতে ফেসবুকে একটি স্ট্যটাাস দেন চিকিৎসক এশা। সেখানে তিনি জানান, কখনোই এই বিচ্ছেদ চাননি তিনি। আর এবার বিচ্ছেদ প্রসঙ্গে খোলামেলা কথা বললেন রাফসান।
সোমবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ভিডিও বার্তা দেন রাফসান। ১৪ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিও বার্তায় ডিভোর্স এবং স্ত্রীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে খোলামেলা কথা বলেছেন এ উপস্থাপক।
রাফসান বলেন, ডিভোর্সের স্ট্যাটাস দেয়ার পর গত তিনদিন যতভাবে বুলি, হ্যারাজ এবং নেগেটিভ কথা আমি শুনেছি, আমাকে সব রকমের এলিগেশন দেয়া হয়েছে। তারপরও আমি চুপ থাকতে চেয়েছি। আমি আমার ব্যক্তিগত বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে কথা বলতে চাইনি। কেননা, ডিভোর্স দুইটা মানুষের জন্যই কঠিন বিষয় এবং এটি আমাদের একান্তই নিজস্ব ব্যাপার। আমি কোনোভাবেই চাইনি কাদা ছোড়াছুড়ির মাধ্যমে বা একে অন্যকে ব্লেম করার মাধ্যমে আমার এবং আমার সাবেক স্ত্রীর সম্মান ক্ষুণ্ণ হোক, কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা হোক।
সোশ্যালে মন্তব্যকারীদের উদ্দেশে তিনি বলেন, র‍্যানডম কমেন্টের ওপর ভিত্তি করে আপনারা আমার ডিভোর্সের কারণ খুঁজতে থাকেন। আর এসব কমেন্টই পরে পাতা ২৪হয়ে চারদিক ছড়িয়ে পড়ে।
এরপরই এশার ফেসবুক স্ট্যাটাস নিয়ে রাফসান বলেন, এতে কিছু ভুল তথ্য ছিল বলেই আজ আমাকে কথা বলতে হচ্ছে। আর এই ভিডিওটিই আমার স্টেটমেন্ট। এশা বলেছেন আমাদের ডিভোর্সটি দুজনের সিদ্ধান্তে হয়নি। এটি সত্যি। তবে এই বিয়ে থেকে বের হওয়ার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে। ৩ বছর আগে বিয়ে হলেও আমি দেড় বছর পর থেকেই ডিভোর্স চেয়েছি। বিভিন্ন সময় বিভিন্ন কারণে সেটি হয়নি। তবে দেড় বছর আগেই আমি স্পষ্টভাবে বলেছি, এ সম্পর্ক আমি চাই না। আসলে আমার বিয়েটি আইডিয়াল বিয়ে না। আমি সবার সামনে আইডিয়াল বিয়ে বলে অভিনয় করে যেতে পারব না। তাই এর মধ্য থেকে আমি বের হয়ে আসার সিদ্ধান্ত নিই।
 
এছাড়াও এ উপস্থাপক সবাইকে অনুরোধ করে বলেন, এই বিয়েটা ভাঙার জন্য কেউ যদি দায়ী হয়ে থাকে সেটি আমি, অন্য কেউ নয়। তাই কিছু বলার থাকলে আমাকে বলেন। এর জন্য অন্য কারো নাম নিয়ে আসার দরকার নেই।
এর আগে গত ৯ নভেম্বর রাতে এক স্ট্যাটাসে রাফসান সাবাব লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে ঘোষণা করতে হচ্ছে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি টানতে হয়েছে। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথ চলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’
উল্লেখ্য, দেশের বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপকদের একজন রাফসান। কলেজে পড়াকালীন সময় থেকেই উপস্থাপনার সঙ্গে জড়িত তিনি। আইবিএর শেষ বর্ষে থাকা অবস্থায় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে তার কাজের সুযোগ হয়।
আয়মান সাদিকের সহযোগিতায় ২০১৭ সালে যাত্রা শুরু করেন ‘টেন মিনিটস স্কুল শো’র। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এরপরে রাফসান লঞ্চ করেন ‘হ্যাশ ট্যাগ’ নামের আরেকটি শো। সেটিও দর্শকপ্রিয় হয়। সবশেষে তিনি লঞ্চ করেন ইউটিউব শো ‘হোয়াট অ্যা শো’। শোটি এখন দেশের সর্বাধিক জনপ্রিয় ইউটিউব শোর মধ্যে অন্যতম।



বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।