Bangal Press
ঢাকাTuesday , 14 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
November 14, 2023 12:30 pm
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২৯তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট মিলনায়তনে ওই নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। 
প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, দেশে শিক্ষার প্রসার ও শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমের সাথে যুক্ত হতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে উঠে সততা, নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে দেশ ও জাতির সেবায় কাজ করার জন্য ১ম বর্ষ থেকেই দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হতে শিক্ষার্থীদের প্রতি উপাচার্য আহ্বান জানান।
এসময় ইনস্টিটিউটের কো-কারিকুলার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম, অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, অধ্যাপক মো. ফজলুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।