Bangal Press
ঢাকাTuesday , 14 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুরে বর-কনে আটক করে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট

ডেস্ক রিপোর্ট
November 14, 2023 9:14 am
Link Copied!

টাঙ্গাইলের গোপালপুরে বিশেষ অভিযান পরিচালনা করে একটি বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান। এ সময় বর-কনে, কনের চাচা, বড় বোন ও ফুফিসহ অন্যান্য সহযোগীদেরকে আটক করা হয়। সোমবার রাতে উপজেলার রামজীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রামজীবনপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে পারভেজ (২০) বর সেজে চাচাত বোন আনোয়ার হোসেনের মেয়ে সাথী (১৪) কে বিয়ে করতে যায়। ধুমধাম বিয়ের অনুষ্ঠানে আত্মীয়-স্বজনসহ সকল দাওয়াতী উপস্থিত ছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান পুলিশ নিয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। বাল্যবিয়ের অপরাধে বর-কনে, কনের চাচা, বড় বোন ও ফুফিসহ অন্যান্য সহযোগীদেরকে আটক করেন।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আটকের পর বাল্য বিয়ে সম্পর্কে তাদের জিজ্ঞাসা করা হলে মেয়ের ফুফি ও বড় বোন ভুল স্বীকার করেন ও অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।