Bangal Press
ঢাকাTuesday , 14 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে স্থাপন হলো সাংবাদিক মোস্তফা কামাল উদ্ভাবিত ডিজিটাল স্মার্ট ডাস্টবিন

ডেস্ক রিপোর্ট
November 14, 2023 2:50 pm
Link Copied!

সিরাজগঞ্জ পৌর এলাকায় স্থাপন করা হলো সাংবাদিক মোস্তফা কামাল উদ্ভাবিত সেকেন্ডারী ট্রান্সফর স্টেশন (এসটিএস) স্মার্ট ডিজিটাল ডাস্টবিন। এটি বিশ্বের প্রথম ডিজিটাল স্মার্ট ডাস্টবিন বলে দাবী করেছেন উদ্ভাবক মোস্তফা কামাল।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের প্রাণকেন্দ্র এসএস রোডস্থ বড় বাজার এলাকায় এই ডাস্টবিন স্থাপন করা হয়। সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ডিজিটাল স্মার্ট ডাস্টবিনটির উদ্বোধন করেন। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান, পৌরসভার প্যানেল মেয়র-১ নুরুল ইসলাম, প্যানেল মেয়র-২ রিয়াদ রহমান, কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, মো. আরজুসহ পৌর কর্মকর্তাগণ ও বড় বাজারের ব্যবসায়ীরা‍উপস্থিত ছিলেন।
এ ডাস্টবিনের উদ্ভাবনকারী দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার সম্পাদক এবং তারা ইস্পাত ও প্রকৌশল সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জানান, প্রায় দুই বছর আগে মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার উদ্যোগে শহরের মুজিব সড়কে প্রথম ডিজিটাল ডাস্টবিন স্থাপন করা হয়। এরপর থানার দ্বিতীয় ডিজিটাল ডাস্টবিন স্থাপন হয় সদর থানার সামনে। এক বছরের গ্যারান্টি ও ৪ বছরের ওয়ারেন্টিযুক্ত এ দুটি ডিজিটাল ডাস্টবিন সফলতা পেয়েছে এবং পৌরবাসীর মাঝে সাড়া ফেলেছে। শহর পরিচ্ছন্ন রাখতে রাখথে অনন্য ভূমিকা। দূর্গন্ধমুক্ত শহর গড়তে এবার ডিজিটাল স্মার্ট ডাস্টবিন স্থাপন করা হলো।
ডাস্টবিনের বিশেষত্ব সম্পর্কে তিনি বলেন, এ ডাস্টবিনে ময়লা থাকবে বাক্সে আবদ্ধ। বাক্সের কাছাকাছি গেলে অটোমেটিক এর সাটার খুলে যাবে। ভেতরে ময়লা ফেলে সরে গেলে সাটার বন্ধ হবে। ফলে কোন প্রকার গন্ধ ছড়াবে না। বাক্সটি ময়লা ভর্তি হলে পৌরসভার ট্রাক এসে ডাস্টবিনের কাছে দাঁড় করিয়ে অটোমেটিক মেশিনে সুইচ টিপে দিলে বাক্সটি ধীরে ধীরে উপরে উঠে ট্রাকে ময়লা ঢেলে দেবে। আবার সুইচ টিপলে বাক্সটি যথাস্থানে চলে যাবে। এর ফলে ময়লা ছড়িয়ে ছিটিয়ে থাকবে না গন্ধও ছড়াবে না।
সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, আমরা পরিচ্ছন্ন শহর গড়তে বিভিন্ন স্থানে ডিজিটাল ডাস্টবিন স্থাপন করছি। মানুষ যাতে এটিকে ঠিকমতো ব্যবহার করে সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করছি।  



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।