সাতক্ষীরায় ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে এক পাগলি, তবে বাবা হয়নি কেউ। অজ্ঞাত পাগলি সোমবার (১৩ নভেম্বর) রাতে এক ছেলে শিশুর জন্ম দিয়েছে তালার হাসপাতালে। এমন ঘটনায় উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সেচ্ছাসেবী সংগঠন সহানুভূতির সভাপতি আব্দুল আলীম অজ্ঞাত পাগলিকে তালা উপজেলার খলিশখালি ইউনিয়নের রাস্তা থেকে তুলে নিয়ে তালা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, কৃষি অফিসারের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
সহানুভূতি তালা সংগঠনের ফেসবুক পেজে ফুটফুটে সন্তানের ছবিসহ মায়ের একটা ভিডিওতে দিলেই মূহুর্তেই কমেন্টের বন্যা বয়ে যায়। তাদের মধ্যে আপিয়া সুলতানা লিপি নামে একজন কমেন্ট করেন, এই বাচ্চাটিকে কি দত্তক দেওয়া হবে? শুধু আফিয়া সুলতানা নয় রফিকুজ্জমান পলাশ নামে একজন কমেন্টে বলেন, বাচ্চাকে লালন পালন করার মতো কি কেউ আছে। কেউ না থাকলে আমার কাছে দুই জন আছে। কথা বলে দেখতে পারি তবে বাকিটা আল্লাহ ভরসা। আবার কেউ কেউ বলেন এই বাচ্চার যদি কোনো সহযোগিতা লাগে তবে আমাদের জানাবেন।
সহানুভূতি তালা সংগঠনের সভাপতি আলিম বলেন, মহান আল্লাহ রহমত এতো সুন্দর, কারো বলার সাধ্য নেই ওই পাগলির পেটে এই ছেলে বাচ্চা। ভাগ্য এমনও হয়? জন্মের সাথে সাথে গর্ভধারিণী মাও চিনতে পারলো না আর বাবা তো অজানা। সেই পাগলিকে তালা হাসপাতালে ভর্তি আছে, মা ছেলে উভয় ভালো আছে বলেও জানান তিনি।
তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন বলেন, খোঁজ-খবর নিয়েছি এবং আমাদের তরফ থেকে সকল প্রকার সাহায্য করবো এবং করা হচ্ছে। মা ও শিশু ছেলেটি ভালো থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বলেন, বিষয়টি আমার অবগত আছে। এই পাগলি আর তার শিশুটির জন্য উপজেলা পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। যদি কেউ এই বাচ্চাটিকে দত্তক নিতে চায় তবে আগে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করতে হবে। সেই পরিবারটিকে খতিয়ে দেখা হবে, তারপর আমরা ব্যবস্থা নিবো।
শাকিল/সাএ