Bangal Press
ঢাকাTuesday , 14 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

মারামারি সংঘাত নয়, সালথাকে ডিজিটাল উপজেলা হিসেবে দেখতে চাই: ডিসি 

ডেস্ক রিপোর্ট
November 14, 2023 5:30 pm
Link Copied!

মারামারি সংঘাত নয়, সালথাকে ডিজিটাল উপজেলা হিসেবে দেখতে চাই। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে জেলা কোর কমিটির সাথে সালথা উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। 
আজ মঙ্গলবার উপজেলা পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের সাথে জেলা কোর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। 
এছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম-সেবা), জেলা এনএসআইএর অতিরিক্ত  পরিচালক মো: শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, জেলা আনসার কমান্ডার নাদিরা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ  মো: শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ শাহজাহান বলেন, সকল প্রকার আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ জনগণের পাশে আছে এবং থাকবে। আমরা এই জেলায় কাউকে নৈরাজ্য করতে দিবো না। সবাইকে নিয়ে মাদক নির্মূল করা হবে।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, সবাইকে সাথে নিয়ে সালথা উপজেলাকে ডিজিটাল উপজেলা হিসেবে দেখতে চাই। এখানে কোনপ্রকার সংঘর্ষ মারামারী করতে দেওয়া হবে না। কেউ মারামারী করার চেষ্টা করলে, তাকে আইনের আওতায় আনা হবে। বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই মিলে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করবো।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।