ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক ও ড্রেনেজ অবকাঠামো নির্মাণ ও নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় ৩৩ টি ওয়ার্ডে প্রায় ৮০০ কোটি টাকার কাজ চলমান রয়েছে।চলমান এসব কাজ নিয়মিত পরিদর্শন করছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় একডেমি রোডের চলমান ৩৭০ মিটার বিসি রোডের কার্পেটিং কার্যক্রম সহ ০৫ নং ওয়ার্ডে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।এ সময় কাজের গুণগত মান যাচাই করেন এবং প্রকৌশলী ও ঠিকাদারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন মেয়র।পরিদর্শনকালে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নিয়াজ মোর্শেদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী আজহারুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।